জাগরণী চক্র ফাউন্ডেশনের চাকুরিবিধি ও জেন্ডার নীতিমালার আলোকে কর্মস্থলে নারীর প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে নারী ফোরাম গঠন করা হয়েছে। সংস্থার নারী কর্মীরা তাদের সুবিধা ও অসুবিধার কথা জানাবে এই ফোরামের মাধ্যমে। এই ফোরাম ব্যবস্থাপনা থেকে মাঠ পর্যায়ে সকল নারীর কথা শুনবে ও তাদের ন্যায্য সুবিধা পেতে সহযোগিতা করবে। ফোরামটি জাতি, ধর্ম, বর্ণ, ব্যক্তিগত ও রাজনৈতিক প্রভাবমুক্ত থাকবে।
- কর্মস্থলে নারীর প্রাপ্য সুযোগ-সুবিধা এবং নিরাপদ কর্ম-পরিবেশ নিশ্চিত করা।
- চাকরি সংক্রান্ত যে কোন বিষয়ে মতামত প্রকাশের সুযোগ দেওয়া।
- সংস্থার সকল কাজে নারীর সক্রিয় অংশগ্রহণ উৎসাহিত করা।
- সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যাচাই-বাছাই করে কর্তৃপক্ষের মাধ্যমে সুবিচার নিশ্চিত করা।
- নারী ফোরাম সকল পর্যায়ের নারী কর্মীর অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করবে। সংস্থার চাকুরিবিধি এবং জেন্ডার নীতিমালায় প্রাপ্য সুযোগ-সুবিধা বাস্তবায়নে কাজ করবে।
- সংস্থার নারী কর্মীরা নিজ কর্মক্ষেত্রে যে কোন ধরনের অসুবিধার কথা লিখিত বা মৌখিকভাবে নারী ফোরামে জানাতে পারবে।
- নারীকর্মীদের কল্যাণে করণীয় নতুন বিষয়গুলি সম্পর্কে প্রস্তাব পেশ করবে।
- সুনির্দিষ্টি অভিযোগের ভিত্তিতে যাচাই-বাছাই করে কর্তৃপক্ষের সাথে আলোচনাসাপেক্ষে দ্রুত সমস্যা সমাধানের জন্য কাজ করবে। অভিযোগকারীর নাম পরিচয় গোপন রাখা হবে।
- নারী ফোরাম ট্রেড ইউনিয়নের মতো কোন ফোরাম নয়। নারী ফোরাম সংস্থা ও নারীকর্মীদের মধ্যে সমন্বয় রেখে কাজ করবে।
- নারী কর্মীর ব্যক্তিগত বা পারিবারিক কোন সমস্যা নিয়ে এই ফোরাম কাজ করবে না।
- চাকুরিবিধি ও প্রশাসনিক কার্যক্রমের পরিপন্থি কোন পদক্ষেপ নেবে না।
মেরিনা আখতার
সভাপতি
নাহিন আক্তার
সহ- সভাপতি
অঞ্জলী সরকার
সম্পাদক
সুলতানা রাজিয়া
সদস্য
নাসরিন আরা
সদস্য
লতিফুন নাহার
সদস্য
খাইরুন মিনা
সদস্য
Make a Call
Tel: +88-02477765045
Our Location
46 Mujib Sarak, Jashore-7400, Bangladesh.
Send A Message
E-mail: jcjsr@ymail.com
Lodge a Complaint Online
Helps you to get justice
JCF Nari Forum
Mobile Number: +8801322889311
E-mail: jcfwomenforum@gmail.com